মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 5, 2025 7:43 PM

printer

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বরসঙ্ঘচালক মোহন ভাগবত,  আগামীকাল কলকাতায় আসছেন।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বরসঙ্ঘচালক মোহন ভাগবত,  আগামীকাল কলকাতায় আসছেন। সংঘের পূর্ব ক্ষেত্র ও দক্ষিণবঙ্গের প্রচারক জিষ্ণু বসু এবং বিপ্লব রায় কলকাতায় আজ এক  যৌথ সাংবাদিক বৈঠকে  এ কথা জানিয়ে বলেন,  আগামীকাল সন্ধ্যায় শ্রী ভাগবত কলকাতা এসে পৌঁছাবেন। এরপর  শুক্রবার ৭তারিখ থেকে  সোমবার ১০তারিখ পর্যন্ত তিনি বিভিন্ন  সাংগঠনিক বৈঠক করবেন।  পরিবেশ রক্ষা, পরিবার রক্ষা,স্বদেশী ভাবনা, নাগরিক কর্তব্য এবং সমাজে সবার প্রতি সমান মনোভাব বজায় রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হবে।

এ ছাড়াও শ্রী ভাগবত প্রবীণ স্বয়ংসেবকদের সঙ্গে বার্তালাপ করবেন। আগামী ১১ ও ১২ই ফেব্রুয়ারি  অখিল ভারতীয় বৈঠকেও যোগ দেবেন তিনি।  

 এরপর আগামী বৃহস্পতিবার  ১৩ই ফেব্রুয়ারি  সন্ধ্যায় তিনি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবেন। ১৪ থেকে ১৬ই ফেব্রুয়ারি  সেখানে  বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ১৬তারিখ বিকেলে বর্ধমানে স্বয়ংসেবকদের প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন।

১৭তারিখ সন্ধ্যায় শ্রী ভাগবত কলকাতা  হয়ে ফিরে যাবেন বলেও  সাংবাদিক বৈঠকে জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন