রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিশ্ব শান্তির পক্ষে জোড়ালো সওয়াল করেন। তিনি বলেন যুদ্ধক্ষেত্রে নয়, যৌথ শক্তিতেই রয়েছে মানবজাতির সাফল্য। বিশ্ব শান্তির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কারের মাধ্যমেই প্রতিষ্ঠানগুলি বিশ্বের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। দীর্ঘস্থায়ী উন্নয়নের মাধ্যমে কিভাবে প্রচুর মানুষকে দারিদ্র সীমার বাইরে তুলে আনা হয়েছে প্রধানমন্ত্রী, সম্মেলনে তা তুলে ধরেন। তিনি বলেন ভারতের ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে। দীর্ঘস্থায়ী উন্নয়ন পরিকল্পনা এই সফলতার কারণ।
প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান সাইবার অপরাধের জন্য উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন একদিকে যেমন সন্ত্রাসবাদ বিশ্ব শান্তি ও নিরাপত্তার কাছে বড় চ্যালেঞ্জ, অপরদিকে সাইবার অপরাধ , নৌ নিরাপত্তা, মহাকাশ ,এগুলিও বিশ্বজুড়ে দ্বন্দ্বের কেন্দ্র হয়ে উঠছে। এজন্য প্রয়োজন বিশ্বের সম্মিলিত প্রয়াস।