রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ উত্থাপনের জন্য ভারত পাকিস্তানের কড়া সমালোচনা করেছে। রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনি হরিশ বলেন, রাষ্ট্রসঙ্ঘের মত এই মঞ্চে রাজনৈতিক উদ্দেশ্যে পাকিস্তান জম্মু-কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করতে চায়। ভারতের অভ্যন্তরীন বিষয়ে অপপ্রচারের পুরনো ধারাতেই পাকিস্তান এই কাজ করতে চায় বলে, তিনি সেদেশের কঠোর সমালোচনা করেন এবং পাকিস্তানের এই কাজকে প্ররোচনামূলক বলে মন্তব্য করেন।