রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু বলেছেন, উচ্চশিক্ষায় কৃত্রিম মেধাকে অন্তর্ভুক্ত করতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। রাঁচিতে Birla Institute of Technology BIT মেসরার প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, কৃত্রিম মেধা -এআই এবং মেশিন লার্নিং-এর সাহায্যে ভবিষ্যতে বিপুল পরিবর্তন হবে। বিকশিত বা উন্নত ভারত গড়তে দেশের যুব সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সম্প্রদায়ের চিরায়ত জ্ঞানকে উদ্ভাবক এবং শিল্পোদ্যোগীদের অবহেলা করলে চলবে না। মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে শ্রীমতী মুরমু বলেন, বিজ্ঞান, প্রযুক্তি , ইঞ্জিনিয়ারিং এবং গণিত সহ বিভিন্ন বিষয়ে এখন মেয়েরা আর পিছিয়ে নেই। শিক্ষা এবং উদ্ভাবন ক্ষেত্রে গত সত্তর বছর ধরে BIT মেসরা উৎকর্ষতার নজির গড়েছে। ( BYTE)
১৫ই জুলাই পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ২দিনের সফরে রাষ্ট্রপতি গতকাল রাঁচি এসে পৌছান।