রাষ্ট্রপতি ভবনে আজ রাজ্যপালদের দু’দিনের সম্মেলন বসছে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি Droupadi Murmu। এই প্রথম রাষ্ট্রপতির পৌরোহিত্যে রাজ্যপালদের সম্মেলন হতে চলেছে। সব রাজ্যের রাজ্যপালরা এতে উপস্থিত থাকবেন। থাকছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, শিবরাজ সিং চৌহান, অশ্বিনী বৈষ্ণো ও মনসুখ মান্ডভিয়া সহ কেন্দ্রীয় মন্ত্রীরাও। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও সিইইও এবং কেন্দ্রের অন্যান্য আধিকারিকও সম্মেলনে অংশ নেবেন। নতুন তিনটি ফৌজদারি আইন, উচ্চ শিক্ষায় সংস্কার ও বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ণ, রাজ্যপালের ভূমিকা এবং উন্নয়নের ওপর আলোচনায় জোর দেওয়া হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন।
Site Admin | August 2, 2024 7:26 AM