রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ব্যয়সাশ্রয়ী মূল্যের চিকিৎসার অন্যতম কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করছে। চিকিৎসকরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি আজ অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরির AIIMS -এ সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতি চিকিৎসা পেশাকে মানবজাতির সেবার পথ হিসেবে উল্লেখ করে বলেন, এই কাজের ধারায় প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। তিনি সকলের জন্য স্বাস্থ্যপরিসেবার নিশ্চিত করার উপর গুরুত্ব দেন।
AIIMS মঙ্গলাগিরির সাইটোজেনেটিক্স গবেষণাগারের প্রশংসা করে তিনি বলেন, এই প্রতিষ্ঠান আগামী দিনে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের শিক্ষামন্ত্রী নারা লোকেশ এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদব।