রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ গত সন্ধ্যায় সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলায়মে একটি বিশেষ অনুষ্ঠান At Home এর আয়োজন করেন। রাষ্ট্রপতির শীতকালীন নিবাসকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের এবং বাইরের রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক এবং বিচার বিভাগীয় ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দেন। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা, হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি, সে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরোধে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নিলায়মে শ্রীমতি মূর্মূর শীতিকালীন নিবাসের সময় আজই শেষ হচ্ছে।