রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, আজ নতুন দিল্লীতে পঞ্চম জাতীয় জল পুরষ্কার প্রদান করবেন। সেরা রাজ্য, জেলা, গ্রাম পঞ্চায়েত, পুরসভা, জল ব্যবহারকারী সংস্থা এবং সেরা নাগরিক সমাজ সহ ৯ টি বিভাগে ৩৮ জন বিজেতার নাম ঘোষনা করেছে কেন্দ্রীয় জল শক্তিমন্ত্রক। সেরা রাজ্য হিসেবে পুরষ্কার পাচ্ছে ওড়িশা। উত্তরপ্রদেশ রয়েছে দ্বিতীয় স্থানে। গুজরাত এবং পুদুচেরী যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে। প্রতি বিজয়ীকে শংসাপত্র, ট্রফি এবং অর্থ পুরষ্কার দেওয়া হবে। মন্ত্রক জানিয়েছে, জাতীয় স্তরে জল ব্যবস্থাপনা এবং জল সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়িয়ে তুলতে সুসংহত প্রচারাভিযান চালানো হচ্ছে। জল সমৃদ্ধ ভারতের দৃষ্টিভঙ্গীকে সামনে রেখে জাতীয় জল পুরষ্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
Site Admin | October 22, 2024 12:08 PM