রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মু আজ সকালে তিনদিনের আলজেরিয়া, মরিতানিয়া ও মালওই সফরে রওনা হয়েছেন। আজ রাত ৯ টা নাগাদ তাঁর আলজিয়ার্সে পৌঁছনোর কথা। এই প্রথম দেশের রাষ্ট্রপতি এই তিনটি আফ্রিকার দেশ সফর করছেন।
উল্লেখ্য, জি- ২০ তে ভারতের সভাপতিত্ব কালে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়া হয়েছিল। সফর চলাকালে রাষ্ট্রপতি বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন। দেশগুলির ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোও ঘুরে দেখবেন। আগামীকাল রাষ্ট্রপতির ইন্ডিয়া আলজেরিয়া ইকোনমিক ফোরামে বক্তৃতা দেওয়ার কথা। তার আগে তিনি হাম্মা গার্ডেন, রোমান সভ্যতার ধ্বংসাবশেষ ঘুরে দেখবেন। দ্বিতীয় পর্যায়ে মরিতানিয়া যাবেন।