রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পর্তুগাল ও স্লোভাকিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন। ভারতের সঙ্গে এই দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।
স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি-র আমন্ত্রণে শ্রীমতী মুর্মুর স্লোভাকিয়া সফর। ২৯ বছরে এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি সেদেশে গেলেন। সফরকালে তিনি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এবং সংসদের অধ্যক্ষ সহ বিশিষ্ট জনেদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজধানী বাতিস্লভায় কৃত্রিম মেধা, সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক শযোগিতা কিভাবে আরো বৃদ্ধি করা যায়, তা’ নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। যোগ, আয়ুর্বেদ, ভারতীয় খাবার সহ সংস্কৃতির বিভিন্ন দিক, স্লোভাকিয়ায় ক্রমশঃ জনপ্রিয় হচ্ছে।
এর আগে রাষ্ট্রপতি পর্তুগাল যান। ২৭ বছর পর এই প্রথম কোনো রাষ্ট্রপতি সেদেশ সফর করলেন। দক্ষিণ ইউরোপের এই দেশটির সঙ্গে ভারতের বর্তমানে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। সফরকালে পর্তুগালের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও রাষ্ট্রপতি সাক্ষাৎ করেন। শ্রীমতী মুর্মুর এই সফরকে বিদেশ মন্ত্রকের পশ্চিমের দেশগুলির জন্য দায়িত্ব প্রাপ্ত সচিব তন্ময় লাল, ঐতিহাসিক বলে উল্লেখ করেন।