চৈত্র শুকলাদি, উগারি, গুড়ি পড়ব, চেটি চাঁদ, নভরেহ এবং সাজিবু চেইরাওবার ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব আজ দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে। দিনটি চৈত্র নবরাত্রির সূচনাও চিহ্নিত করে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে এবং নতুন বছরের আগমন উপলক্ষে উদযাপিত এই উৎসবগুলি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক। তিনি বলেন, এই উদযাপনগুলি জনগণের মধ্যে নতুন শক্তি ও উৎসাহ সঞ্চার করে।
উপরাষ্ট্রপতি ধনখড় তাঁর বার্তায় বলেন, ভারত জুড়ে বিভিন্ন নামে পরিচিত এই উৎসবগুলি ঐতিহ্যবাহী নববর্ষের সূচনা করে। তিনি জোর দিয়ে বলেন, এগুলি কেবল পুনর্নবীকরণ, সমৃদ্ধি এবং আশার প্রতীকই নয়, প্রকৃতি মাতার সঙ্গে প্রত্যেকের অবিচ্ছেদ্য সংযোগের প্রতীক।
শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এই উপলক্ষে সকল নাগরিকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন। নবরাত্রির সূচনালগ্নে দেবীর আরাধনার প্রতি নিবেদিত পণ্ডিত যশরাজের একটি স্তোত্রও প্রধানমন্ত্রী ভাগ করে নেন। তিনি বলেন যে নবরাত্রি দেবী ভক্তদের মধ্যে ভক্তির নতুন চেতনা জাগ্রত করে।
এদিন সকালে দেশের বিভিন্ন মন্দিরে আরতির মধ্য দিয়ে শুরু হয় চৈত্র নবরাত্রি উৎসব। নবরাত্রি দেবী দুর্গা এবং তাঁর নয়টি অবতারের উপাসনায় নিবেদিত। ভগবান রামের জন্মদিন উপলক্ষে রামনবমীতে নয় দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।