মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 29, 2025 6:57 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চৈত্র শুকলারি, উগারি, গুড়ি পারাভা, চেতি চাঁদ, নভরেহ এবং সাজিবু চেইরাওবার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চৈত্র শুকলারি, উগারি, গুড়ি পারাভা, চেতি চাঁদ, নভরেহ এবং সাজিবু চেইরাওবার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বসন্ত ঋতুর শুরুতে এই উৎসবগুলি ভারতীয় নববর্ষের সূচনার প্রতীক। এই উৎসবগুলি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে এবং সামাজিক সংহতি প্রচার করে। তিনি বলেন, এই উৎসবের সময় মানুষ নতুন ফসলের আনন্দ উদযাপন করে এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীকে সম্প্রীতি ও ঐক্যের চেতনাকে আরও জোরদার করার এবং দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন