মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 29, 2025 6:49 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, পরিবেশ সংরক্ষণের বিষয়ে প্রত্যেকেরই সচেতন থাকা প্রয়োজন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, পরিবেশ সংরক্ষণের বিষয়ে প্রত্যেককেরই সচেতন থাকা প্রয়োজন। এব্যাপারে জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল বা NGT, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন দিল্লিতে আজ জাতীয় পরিবেশ সম্মেলন-২০২৫-এর উদ্বোধন করেছেন শ্রীমতি মুর্মু। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধিকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তুলতে হবে।

দু দিনের এই সম্মেলনে পরিবেশ বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং পরিবেশবিদরা  নানা  গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা এবং সেই সব সমস্যার সমাধান খুঁজে বার করবেন। জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল এই সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ অধিবেশন থাকবে, যেখানে জলবায়ু পরিবর্তন, দূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হবে।  ভারত সহ পৃথিবী জড়ে পরিবেশের সুস্থায়ী উন্নয়নের জন্য বিভিন্ন কার্যকর সংলাপ এবং সহযোগিতা গড়ে তোলাই এই অধিবেশনগুলির লক্ষ্য।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন