রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে কেন্দ্র আদিবাসী গ্রামগুলিতে সঠিক মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা বিকাশ এবং মোবাইল নেটওয়ার্ক সহ পরিকাঠামোগত সুযোগ-সুবিধার উন্নতির জন্য সমস্ত পদক্ষেপ নিচ্ছে। আজ সন্ধ্যায় ওড়িশার নয়াগড় জেলার কালিয়াপল্লীতে ভারতীয় বিশ্ববসু শবর সমাজের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ নিয়ে আদিবাসীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা উচিত। ২০৪৭ সালের মধ্যে দেশকে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে নিয়ে যেতে সহায়তা করার জন্য সবাইকে বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠীকেও মূলধারায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি বলেন, শুধুমাত্র নিজেদের শিক্ষিত করেই আদিবাসীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানতে পারবে। রাষ্ট্রপতি ওড়িশার বিশ্বখ্যাত শ্রী জগন্নাথ সংস্কৃতির পাশাপাশি তাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য ‘শবর’ উপজাতিদের প্রতি আহ্বান জানান।
এর আগে, রাষ্ট্রপতি নয়াগড় জেলার কান্তিলোতে বিখ্যাত শ্রী নীলমাধব মন্দির পরিদর্শন করেন এবং দেবতার দর্শন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশায় দু’দিনের সফরে রয়েছেন।