রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার বাগেশ্বর ধামে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব, বহু ক্রিকেটার, শিল্পী এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ছাতারপুর জেলা সদর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে শ্রী বাগেশ্বর জন সেবা সমিতি এই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নবদম্পতিকে আশীর্বাদ করবেন। ২৫১ জন মহিলার মধ্যে প্রায় ২২৫ জন আদিবাসী, দলিত ও অন্যান্য অনগ্রসর শ্রেণির। এর মধ্যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের মহিলারাও রয়েছেন। রাষ্ট্রপতির এই সফর শুধুমাত্র ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বুন্দেলখন্ড অঞ্চলের উন্নয়ন প্রয়াসকেও গতিশীল করবে। এর আগে ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাগেশ্বর ধামে ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।