রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আজ বিহারের পাটনা মেডিকেল কলেজে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। কলেজের চিকিৎসক ও ছাত্রছাত্রীদের সামনে আজ তিনি ভাষণ দেবেন। ডক্টর দুখন রাম, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সিপি ঠাকুর, ডক্টর এ এ হাই-এর মতো স্বনামধন্য চিকিৎসকরা এই কলেজের প্রাক্তনী। বর্তমানে পাটনা মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যেখানে শস্যা সংখ্যা ৫ হাজার ৪-শোরও বেশি।
রাষ্ট্রপতির ৫ দিনের সফরের দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের ছাতারপুরে বাগেশ্বর জনসেবা সমিতি আয়োজিত এক গণ বিবাহে তিনি উপস্হিত থাকবেন।
ওই দিনই গুজরাটের কেভাড়িয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নর্মদা আরতি দর্শন করেন। পরদিন ২৭-শে ফেব্রুয়ারী শ্রীমতী মুর্মূ আমেদাবাদে ন্যাশনাল ইনস্টিটিউটের ৪৪-তম সমাবর্তনে যোগ দেবেন। ২৮ তারিখ তিনি যাবেন, গান্ধীনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে। রাষ্ট্রপতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ধোলাভীরা পরিদর্শন করবেন পয়লা মার্চ।