রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ বলেছেন কাতারের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের । প্রাচীন যুগ থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক এবং সংস্কৃতি যোগ সূত্র রচনায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাষ্ট্রপতিভবনে গত সন্ধ্যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উভয় দেশের মধ্যে যে বহু পাক্ষিক সম্পর্ক রয়েছে, তাকে আরও শক্তিশালী করতে হবে। দুটি দেশের মধ্যে সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ খাদ্য সুরক্ষা, স্বাস্হ্য, সংস্কৃতি এবং জ্বালানি ক্ষেত্রে ভারত ও কাতার নির্ভরযোগ্য অংশীদার।
উদ্ভাবন, প্রযুক্তি এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতাকে আরও প্রসারিত করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেবিষয়ে ভাবনাচিন্তা করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, শান্তি, প্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে দুটি দেশ একযোগে কাজ করে চলেছে। এর সুফল দু-দেশের নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা বিশ্বজুড়ে তা অনুভূত হবে । উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে দুই নেতা সহমত পোষণ করেছেন। কাতারের আমিরের সম্মানার্থে রাষ্ট্রপতি এক ভোজসভার আয়োজন করেন।