রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রাষ্ট্রপতি আজ সকালে সেখানে গিয়ে পৌঁছন।
গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করে রাষ্ট্রপতি অক্ষয়বট, এবং বড়ে হনুমান মন্দির দর্শন করেন। পরে তিনি ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা মহাকুম্ভের কাহিনী প্রত্যক্ষ করবেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এবারের মহাকুম্ভ মেলায় দেশ বিদেশের অগণিত ভক্ত পুণ্যস্নানের জন্য ত্রিবেণী সঙ্গমে জড়ো হয়েছেন। ইতমধ্যেই ৪৩ কোটির বেশী ভক্ত পুণ্যস্নান করেছেন।
মকর সংক্রান্তি, মৌনি অমাবস্যা এবং বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানের পরেও পুণ্যার্থীদের আনাগোণায় কোনো ঘাটতি নেই। ধারণা করা হচ্ছে ৫০ কোটির বেশী মানুষ এতে অংশ নেবেন।
আগামী ২৬শে ফেব্রুয়ারী শিবরাত্রিতে পবিত্র স্নানের মধ্য দিয়ে এবারের মহাকুম্ভ মেলার সমাপ্তি হবে।