মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 31, 2025 1:49 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁর সরকার দেশের বিকাশ এবং জনগণের কল্যাণে অভাবনীয় গতিতে কাজ করছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, তাঁর সরকার দেশের বিকাশ এবং জনগণের কল্যাণে অভাবনীয় গতিতে কাজ করছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য রাখেন। সরকারের বিভিন্ন প্রকল্পের ওপর আলোকপাত করে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আরো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের অতিরিক্ত তিন কোটি পরিবারের জন্য নতুন বাড়ি তৈরী করে দেওয়া হবে।

পাঁচ কোটি আদিবাসী জনজাতির জন্য ‘ধরতী আওয়া জনজাতি গ্রাম উৎকর্ষ কর্মসূচী’ শুরু হয়েছে।                      

রাষ্ট্রপতি বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ৬’কোটি ৭০ বছর  বা তার বেশী বয়সী প্রবীণ নাগরিককে স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হচ্ছে।

তাঁর সরকার, যুব সম্প্রদায়ের শিক্ষা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। দেশের ৫০০ টি শীর্ষস্থানীয় কোম্পানীতে এক কোটি তরুণ-তরুণীকে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হবে।  

‘জাতীয় শিক্ষা নীতি’র আওতায় আধুনিক শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়া হচ্ছে।

মহিলাদের নেতৃত্বে বিকাশের লক্ষ্যে সরকার নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে বলে, রাষ্ট্রপতি উল্লেখ করেন। তাঁর সরকারের এক দশকের যাত্রাপথে ‘বিকশিত ভারত’ গঠনের ধারণা আরো উজ্জীবিত হয়েছে বলে শ্রীমতী মুর্মু উল্লেখ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন