মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 31, 2025 9:35 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অভিভাষণের মধ্যে দিয়ে  সংসদের বাজেট অধিবেশন আজ  শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অভিভাষণের মধ্যে দিয়ে  সংসদের বাজেট অধিবেশন আজ  শুরু হচ্ছে।  লোকসভা এবং রাজ্যসভায় যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের পরেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করবেন অর্থনৈতিক সমীক্ষা।   

আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই অর্থনৈতিক সমীক্ষা হল, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং ভবিষ্যতের রূপরেখা সংক্রান্ত একটি সর্বাত্মক পর্যালোচনা। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পরামর্শ অনুযায়ী অর্থ দপ্তরের পক্ষ থেকে তা’ প্রস্তুত করা হয়। এই অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমেই আনুষ্ঠানিক সূচনা হয় বাজেট অধিবেশনের।  

এদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল পয়লা ফেব্রুয়ারী, সংসদে ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেট পেশ করবেন। সোমবার সংসদের যৌথ সভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। তারপর শুরু হবে বাজেটের ওপর আলোচনা। বাজেট অধিবেশনের প্রথম পর্ব ১৩ ই ফেব্রুয়ারি পর্যন্ত এই আলোচনা চলবে।

  এবারের অধিবেশনে অর্থবিল-২০২৫, ওয়াকফ সংশোধনী বিল- ২০২৪, ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল-২০২৪ এবং রেল সংশোধনী বিল-২০২৪ সহ ১৬ টি বিল আলোচনার জন্য গৃহীত হবে।

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে ১০ ই মার্চ । চলবে চৌঠা এপ্রিল পর্যন্ত। 

  বাজেট অধিবেশনের কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য সরকার, সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। এই বাজেট অধিবেশনের প্রাক্কালে সংসদভবন চত্বরে গতকাল  এক সর্বদলীয় বৈঠক বসে।

 সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী লোকসভার নেতা রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যসভার নেতা জে পি নাড্ডা, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, কংগ্রেসের জয়রাম রমেশ ও গৌরব গগৈ, তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় প্রমুখ।

 

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন