রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক সোশ্যাল মিডিয়া পোস্টে হতাহতদের পরবারের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শ্রী মোদী বলেছেন, স্থানীয় প্রশাসন সম্ভাব্য সবরকমভাবে দুর্ঘটনাগ্রস্তদের সহায়তা করছে। তিনি মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।