রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চারদিনের ওড়িশা সফরে আজ সন্ধ্যায় ভুবনেশ্বর পৌঁছেছেন। বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে রাজ্যপাল রঘুবর দাস, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে স্বাগত জানান। আগামীকাল রাষ্ট্রপতি পুরীতে প্রভু জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রার বিশ্ববিখ্যাত রথযাত্রা প্রত্যক্ষ করবেন।
এর আগে আজ ভুবনেশ্বরে উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসের ৯৬ তম প্রয়াণবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
আগামী সোমবার ভুবনেশ্বরের ঐতিহাসিক উদয়গিরি ও খণ্ডগিরি গুহা পরিদর্শন এবং বিভূতি কানুনগো কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস এবং উৎকল সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন তিনি। হরিদামদা গ্রামে ব্রহ্মকুমারীদের ডিভাইন রিট্রিট সেন্টারের উদ্বোধনেরও কর্মসূচি রয়েছে তাঁর।
দিল্লি ফেরার আগে মঙ্গলবার ভুবনেশ্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ- নাইজারের ত্রয়োদশ সমাবর্তন অনুষ্ঠানে শ্রীমতি মুর্মু যোগ দেবেন।