রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭৬তম সাধারনতন্ত্র দিবসের প্রাক্কালে ১১ জনকে মরণোত্তর সহ সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৯৩ জন কর্মীকে বীরত্ব পুরস্কার মঞ্জুর করেছেন। এর মধ্যে রয়েছে একটি মরণোত্তর সহ দুটি কীর্তি চক্র, তিনটি মরণোত্তর সহ ১৪টি শৌর্য চক্র, একটি বার টু সেনা মেডেল, সাতটি মরণোত্তর সহ ৬৬ টি সেনা মেডেল, দুটি নৌ সেনা মেডেল এবং আটটি বায়ু সেনা মেডেল।
মরনোত্তর কীর্তি চক্র পেয়েছেন মেজর মনজিত এবং নায়ক দিলওয়ার খান। সাহস, বীরত্বপূর্ণ কর্ম বা যুদ্ধক্ষেত্রের বাইরে আত্মবলিদানের জন্য কীর্তি চক্র প্রদান করা হয়।
রাষ্ট্রপতি এছাড়াও সশস্ত্র বাহিনী এবং অন্যান্য কর্মীদের জন্য ৩০৫ টি প্রতিরক্ষা মেডেল অনুমোদন করেছেন । এর মধ্যে রয়েছে ৩০ টি পরম বিশিষ্ট সেবা মেডেল, পাঁচটি উত্তম যুদ্ধ সেবা মেডেল, ৫৭ টি অতিরিক্ত বিশিষ্ট সেবা মেডেল, ১০ টি যুদ্ধ সেবা মেডেল, একটি বার টু সেনা মেডেল, ৪৩টি সেনা মেডেল, আটটি নৌ সেনা মেডেল, ১৫ টি বায়ু সেনা মেডেল, চারটি বার টু বিশিষ্ট সেবা মেডেল এবং ১৩২ টি বিশিষ্ট সেবা মেডেল।