মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 25, 2025 4:51 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত বিশ্বের বৃহত্তম বৈচিত্র্যময় অন্তর্ভুক্তিমূলক এবং সংবেদনশীল গণতন্ত্র, যা দেসবাসীর কাছে অত্যন্ত গর্বের। ন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত বিশ্বের বৃহত্তম বৈচিত্র্যময় অন্তর্ভুক্তিমূলক এবং সংবেদনশীল গণতন্ত্র, যা দেসবাসীর কাছে অত্যন্ত গর্বের। নতুন দিল্লীতে আজ পঞ্চদশ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ভারত হল গণতন্ত্রের ধাত্রীভূমি। আধুনিক বিশ্বের কাছে ভারতের গণতন্ত্র এক অনন্য উদাহরণ।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি, সমাজ ও দেশের সার্বিক উন্নয়নের প্রতিফলন। নির্বাচন কমিশন ৮৫ বছরের বেশি বয়সী প্রবীণ ভোটার, বিশেষভাবে সক্ষম এবং প্রত্যন্ত অঞ্চলে আদিবাসী ভোটদাতাদের জন্য নির্বাচনী প্রক্রিয়াকে সহজতর করতে বিশেষ প্রচেষ্টা চালিয়েছে। গণতন্ত্রের প্রতি পূর্ণ আস্থার পাশাপাশি সবধরনের সংকীর্ণতা, বৈষম্য এবং প্রলোভনের উর্ধ্বে উঠে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য সকলের প্রতি আবেদন জানান তিনি।

 অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটের কাজ পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রশাংসা করেন।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, দেশে এখন ভোটারের সংখ্যা ৯৯ কোটিরও বেশি। খুব শীঘ্রই তা একশো কোটির সীমা অতিক্রম করবে। অনুষ্ঠানে শ্রীমতি মুর্মু সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য রাজ্য ও জেলা স্তরে আধিকারিকদের পুরষ্কৃত করেন।

উল্লেখ্য, এবারে জাতীয় ভোটার দিবসের মূল ভাবনা Nothing like voting, I vote for sure।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন