মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 17, 2025 9:06 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ রাষ্ট্রপতি ভবনে আজ প্রাপকদের হাতে তুলে দেবেন ২০২৪-এর জাতীয় ক্রীড়া পুরস্কার ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে ২০২৪ এর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করবেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়ান ডি গুকেশ, প্যারিস অলিম্পিকে দুটি পদকপজয়ী মনু ভাকের, ভারতীয় হকি দলের অধিনায়ক হরনমনপ্রীত সিং, প্যারিস প্যারালিম্পিক্সের সোনাজয়ী প্রবীন কুমারকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন সম্মান দেওয়া হবে। গত চার বছরে ক্রীড়া জগতে নিজ নিজ ক্ষেত্রে অনবদ্য প্রদর্শনের জন্য এই সম্মান দেওয়া হলো।

উল্লেখ্য, আগামীকাল ৩২ জন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার পাচ্ছেন। এঁদের মধ্যে রয়েছে অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি এবং অন্নু রানি, বক্সার নীতু এবং স্বাতী, দাবাড়ু ভান্তিকা আগরওয়াল, হকি খেলোয়াড় সালিমা তেতে, অভিষেক, সঞ্জয়, জারমানপ্রীত সিং এবং সুখজিত সিং। প্যারাআর্চার রাকেশ কুমার, প্যারা অ্যাথলিট প্রীতি পাল, জীবনজী দীপ্তি, অজিত সিং এবং সচিন খিলাড়িও অর্জুন পুরস্কার পাচ্ছেন।

বিশিষ্ট অ্যাথলিট সুচা সিং এবং প্যারা সাঁতাড়ু মুরলিকান্ত পেটকারকে লাইফটাইম অর্জুন পুরস্কার দেওয়া হবে।

     Para-Shooting coach Subhash Rana, Shooting coach Deepali Deshpande, Hockey coach Sandeep Sangwan, Badminton coach S Muralidharan and Football coach Armando Agnelo Colacoকে দেওয়া হবে দ্রোনাচার্য সম্মান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন