রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের ভয়াবহ হামলায় দান্তেওয়াড়া জেলা সংরক্ষিত বাহিনীর ৮ জওয়ান সহ ৯ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোষ্টে তিনি বলেন, দেশ থেকে নক্সালবাদ নির্মূল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মাওবাদী হামলায় ৮ জওয়ানসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ, জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁদের এই আত্নত্যাগ বিফলে যাবে না বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৬ এর মার্চের মধ্যে দেশ থেকে নক্সালবাদ নির্মূল হয়ে যাবে।