রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বেঙ্গালুরুতে নিমহ্যান্স-এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উপলক্ষ্যে তিনি উদ্বোধন করবেন একটি নতুন সাইকিয়াট্রিক ব্লক, সেন্ট্রাল ল্যাবরেটারি কমপ্লেক্স এবং হস্টেল বিল্ডিং-এর। এর পাশাপাশি উন্নত প্রযুক্তি থ্রি-টি MRI স্ক্যানার এবং DSA মেশিনের সূচনা করবেন। এই থ্রি-টি MRI স্ক্যানারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে, মস্তিস্কের ছবি আরো স্পষ্টভাবে পাওয়া যাবে, যা প্রথম পর্যায়ে রোগ নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। DSA মেশিনের সাহায্যে মস্তিস্কের কতটা ক্ষতি হয়েছে, তা’ থ্রি-D রোটেশনাল অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে জানা সম্ভব হবে।
পরে রাষ্ট্রপতি, উত্তর কর্ণাটকের বেলাগাভিতে একটি সরকারি ক্যানসার হাসপাতালের উদ্বোধন করবেন। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
Site Admin | January 3, 2025 10:50 AM