রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ১৭ জন শিশুকে ৭ টি বিভাগে তাদের অসামান্য সাফল্যের জন্য “প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার” প্রদান করেছেন। শিল্প ও সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা এবং পরিবেশে কৃতিত্বের জন্য ১৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এই ১৭ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়। প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় একটি করে পদক ও অভিজ্ঞানপত্র।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মূর্মূ এই শিশুদের অভিনন্দন জানিয়ে বলেন, এরা প্রত্যেকেই অন্যন্য গুণের অধিকারী। তাদের সাফল্য গোটা দেশকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বীর বাল দিবস উপলক্ষ্যে দশম শিখ গুরু, গুরু গোবিন্দ সিংহ-এর কনিষ্ঠ পুত্র সাহিবজাদার সাহসিকতা এবং আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
উল্লেখ্য, বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্ত শিশুদের মধ্যে রয়েছে এ রাজ্যের ক্ষুদে দাবাড়ু অনীশ সরকারও। বিশ্বের সর্বকনিষ্ঠ ফিডে র্যাঙ্ক প্রাপ্রক অনীশকে আজ ক্রীড়া বিভাগে বিশেষ সাফল্যের জন্য রাষ্ট্রীয় বীর বাল পুরষ্কার প্রদান করা হয়।
পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিজেতাদের সঙ্গে এক আলাপচারিতায় যোগ দেন।
এদিকে, নতুন দিল্লীর ভারত মন্ডপমে বীর বাল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ঘোষনা করেন, আগামী বছরের শুরুতেই স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের সূচনা হবে। বিকশিত ভারত গড়ে তোলার রূপরেখা স্থির করতে শহর ও গ্রামাঞ্চলের লক্ষাধিক যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশ নেবে।