রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে সাতটি বিভাগে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য ১৭ টি শিশুকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ প্রদান করবেন। শিশুরা ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের। শিল্প ও সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা এবং পরিবেশে কৃতিত্বের জন্য সরকার শিশুদের বাল পুরস্কার প্রদান করে থাকে। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি মেডেল ও শংসা পত্র প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী আগামীকাল ভারত মণ্ডপমে শিশুদের ভবিষ্যতের ভিত্তি হিসাবে সম্মান জানাতে দেশব্যাপী বীর বাল দিবসে অংশ নেবেন। এই উপলক্ষে জনসভায় ভাষণও দেবেন তিনি। প্রধানমন্ত্রী ‘সুশোষিত গ্রাম পঞ্চায়েত অভিযান’-এর সূচনা করবেন। এর লক্ষ্য পুষ্টি সম্পর্কিত পরিষেবাগুলির বাস্তবায়নকে জোরদার করে পুষ্টির ফলাফল এবং সুস্থতার উন্নতি করা।
তরুণদের যুক্ত করতে, দিনটির তাৎপর্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং জাতির প্রতি সাহস ও উৎসর্গের সংস্কৃতি গড়ে তুলতে দেশজুড়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। মাইগভ এবং মাই ভারত পোর্টালগুলির মাধ্যমে ক্যুইজ সহ একাধিক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।