রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন। মিজোরামের রাজ্যপাল ডক্টর হরি বাবু কমভম পতি, ওড়িশার নতুন রাজ্যপাল হচ্ছেন। ওড়িশার রাজ্যপাল রঘু বর দাস পদত্যাগ করায় এই পদক্ষেপ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল বিজয় কুমার সিং মিজোরামের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। বিহারের বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, কেরালার রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে বিহারের রাজ্যপাল হয়েছেন আরিফ মোহাম্মদ খান। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা মনিপুরের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন।