রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হায়দ্রাবাদের কাছে বোলারামের রাষ্ট্রপতি নিলায়ম থেকে একাধিক নতুন প্রকল্প ও সুযোগ সুবিধার সূচনা করবেন।
গত সন্ধ্যায় তিনি নিলায়মে যান। নিলায়মের একাধিক উন্নয়নমূলক উদ্যোগের শিলান্যাস করবেন তিনি। দর্শকদের জন্য স্মারক বিপণীরও উদ্বোধন করবেন।
আগামী শুক্রবার শ্রীমতী মুর্মু, সেকেন্দ্রাবাদের কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট কালার সম্মান প্রদান করবেন।