মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 7, 2024 10:39 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাংরিপোসিতে তিনটি নতুন রেললাইন প্রকল্পের শিলান্যাস করবেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাংরিপোসিতে তিনটি নতুন রেললাইন প্রকল্পের শিলান্যাস করবেন। এগুলি হল বাংরিপোসি থেকে গৌমহিষানি, বাদামপাহাড় থেকে কেন্দুঝাড়গড় এবং বুদামোড়া থেকে চাকুলিয়া। ওড়িশার সঙ্গে ঐ অঞ্চলের প্রধান এলাকাগুলির যোগাযোগ বাড়াতে দক্ষিণ পূর্ব রেলের অধীনে চালু হবে। এরফলে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নতি এবং জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি সম্প্রতি এই প্রকল্পগুলিতে ছাড়পত্র দেয়।

উল্লেখ্য, পাঁচদিনের ওড়িশা সফর শেষে রাষ্ট্রপতি আজ দিল্লী ফিরেবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন