মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 5, 2024 10:44 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশার ভুবনেশ্বরে ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

ওড়িশা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আজ ভুবনেশ্বরে ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪০তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। আজ বিকেলে তিনি ভুবনেশ্বর জুডিশিয়াল কোর্ট কমপ্লেক্স-এর উদ্বোধন করবেন। ৫৫টি  কক্ষ, রেকর্ড রুম, একটি লাইব্রেরি এবং একটি কনফারেন্স হল সহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই পাঁচতলা ভবনে।

   রাষ্ট্রপতি আগামীকাল তাঁর নিজের জেলা ময়ূরভঞ্জে যাবেন। তাঁর জন্মস্থান উপারবেদা গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তিনি।

   আগামী শনিবার তিনি বাঙ্গিরিপোসি-গোরুমাহিসানি, বুড়ামারা-চাকুলিয়া এবং বাদামপাহাড়-কেন্দুঝাড়গড় রেললাইন, একটি উপজাতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, দণ্ডবোস বিমানবন্দর এবং রায়রাংপুরে একটি মহকুমা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন