রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেছেন, দীপাবলির এই শুভ তিথিতে বঞ্চিত এবং দরিদ্র মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে হবে। দূষণমুক্ত দীপাবলি উদযাপনের জন্য দেশবাসীর কাছে আবেদন জানান তিনি।
উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেছেন, কেবল দেশেই নয়, বিশ্বজুড়ে প্রবাসী ভারতীয়রাও এই উৎসব উদযাপন করছেন। তিনি বলেন, দীপাবলী হল অন্ধকারের বিরুদ্ধে আলোর, হতাশার বদলে নতুন আশা এবং অজ্ঞানতার বিরুদ্ধে জ্ঞানের জয়ের প্রতীক ।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী, সকলের সুস্থ এবং সুখসমৃদ্ধ জীবন কামনা করেছেন।