রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী মঙ্গলবার নতুন দিল্লীতে জাতীয় জল পুরষ্কার ২০২৩ প্রদান করবেন। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ৯ টি বিভাগে মোট ৩৮ টি পুরষ্কার ঘোষণা করেছে। এই বিভাগগুলির মধ্যে রয়েছে সেরা রাজ্য, সেরা জেলা , সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা নগর পালিকা, সেরা জল ব্যবহারকারী সংগঠন এবং সেরা নাগরিক সমাজ।
সেরা রাজ্য বিভাগে প্রথম হয়েছে ওড়িশা। উত্তর প্রদেশ দ্বিতীয় এবং গুজরাট ও পুদুচেরী যৌথভাবে তৃতীয় হয়েছে। ট্রফি এবং শংসাপত্র ছাড়াও প্রতি বিজেতা পাবে নগদ পুরস্কার।
মন্ত্রক জানিয়েছে, জাতীয় স্তরে জল সংরক্ষন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে সুসংহত প্রচার চালাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের জল সমৃদ্ধ ভারত কর্মসূচীর লক্ষ্যকে সামনে রেখে ব্যক্তি এবং সংস্থার ভালো কাজকর্মকে সম্মান জানাতেই এই জল পুরস্কার প্রদান করা হয়ে থাকে।