মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 12, 2024 6:59 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত আলজেরিয়া, মৌরিতানিয়া এবং মালাউই – এই  তিন দেশ সফর শুরু করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত আলজেরিয়া, মৌরিতানিয়া এবং মালাউই – এই  তিন দেশ সফর শুরু করবেন। আফ্রিকার তিনটি দেশে ভারতের রাষ্ট্রপতির এটাই প্রথম সফর। সভাপতিত্বের দায়িত্ব পালন করার সময় ভারতের উদ্যোগে আফ্রিকান ইউনিয়নকে G-20 গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সেই উদ্যোগের বর্ষ পূর্তির সময়কালে রাষ্ট্রপতির এই সফর তাৎপর্যপূর্ণ । সফরকালে শ্রীমতী মুর্মু সংশ্লিষ্ট দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ভারতীয় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন।  সফরের প্রথম পর্বে রাষ্ট্রপতি  ১৫ই অক্টোবর পর্যন্ত আলজেরিয়া সফর করবেন। সফরকালে তিনি আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।  ভারত-আলজেরিয়া অর্থনৈতিক ফোরাম এবং সিদি আবদেলাহ বিজ্ঞান ও প্রযুক্তি মেরু বিশ্ববিদ্যালয়েও তিনি ভাষণ দেবেন। শ্রীমতী মুরমু জার্ডিন ডি’সাইয়ের হাম্মা গার্ডেনে ইন্ডিয়া কর্নারও উদ্বোধন করবেন।  সফরের দ্বিতীয় পর্যায়ে, রাষ্ট্রপতি ১৬ই অক্টোবর মৌরিতানিয়া সফর করবেন।  আফ্রিকান ইউনিয়নের বর্তমান সভাপতি মৌরিতানিয়া। এই গুরুত্বপূর্ণ সময়ে  তিনি  মৌরিতানিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ ওউলদ চেখ এল গাজোয়ানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।  এছাড়াও  প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন। সফরের শেষ পর্যায়ে  শ্রীমতী মুর্মু ১৭ থেকে ১৯শে অক্টোবর মালাউই সফর করবেন। সফরের সময়,তিনি মালাউইয়ের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং প্রথম সারির  শিল্প ও বাণিজ্য নেতৃবৃন্দ এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। আলজেরিয়া, মৌরিতানিয়া এবং মালাউইতে রাষ্ট্রপতির সফরের অন্যতম উদ্দেশ্য  আফ্রিকার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী ও প্রসারিত করা।  

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন