রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের চিরাচরিত ওষুধের যোগান বাড়াতে আয়ুর্বেদ ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের জন্য যুব সম্প্রদায়কে উৎসাহ দিয়েছেন। আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের অষ্টম প্রতিষ্ঠা দিবস উদযাপনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আয়ুর্বেদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিছু ব্যক্তি অন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং জাল ওষুধ ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের প্রসারে টাকার অপব্যবহার করায়। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি। দেশে শিক্ষিত আয়ুর্বেদিক চিকিৎসকের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি আরো বলেন গত কয়েক বছরে আয়ুর্বেদিক কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের সংখ্যা বাড়ছে। এই গবেষণার জন্য পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দিয়েছেন তিনি। তরুণ উদ্যোগপতিদের ৫০ টি স্টার্ট আপ তৈরিতে সাহায্যের জন্য এই সংস্থার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা উপস্থিত ছিলেন।