রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থানের উদয়পুরে মোহনলাল সুখাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ৩২ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি সেখানে বক্তব্যও রাখবেন। আজ সকালে দুদিনের সফরে রাষ্ট্রপতি উদয়পুর পৌঁছেছেন। আগামীকাল মাউন্ট আবুতে প্রজাপিতা ব্রহ্মকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক শিখর সম্মেলনে যোগ দেবেন। তিনি রাজস্থান সরকারের আদি গৌরব সম্মান সমারোহ অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেবেন।
Site Admin | October 3, 2024 1:19 PM