মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 17, 2024 12:31 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭৪-তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর ৭৪-তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, শ্রী মোদী তাঁর অসামান্য ব্যক্তিত্ব, অবিস্মরণীয় কাজের মধ্যে দিয়ে দেশকে সমৃদ্ধির ও সম্মানের পথে এগোতে সাহায্য করেছেন। রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ, নিরোগ ও সুস্থ জীবন কামনা করেছেন।

  উপরাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তায় বলেছেন, দুদশকের’ও বেশী সময় ধরে প্রধানমন্ত্রী যেভাবে দেশের শাসনভার চালাচ্ছেন, তা’ রীতিমতো প্রশংসার যোগ্য। তাঁর তৃতীয় দফার মেয়াদকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে শ্রী ধানখড় বলেন, শ্রী মোদী দেশের সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে অগ্রগতির পথকে আরো প্রশস্ত করেছেন, জাগ্রত করেছেন দেশের অন্তরাত্মাকেও। ২০২৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রীর উদ্যোগকেও তিনি অভূতপূর্ব বলে উল্লেখ করেন।

  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম এবং দূরদর্শিতার মাধ্যমে শ্রীমোদী জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন।

  প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারত তার সত্তাকে আরো দৃঢ় করেছে এবং উন্নত ভারতের লক্ষ্য পূরণে শক্তিশালী হয়ে উঠেছে।

  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিখ্যাত বালু ভাস্কর শিল্পী সুদর্শন পট্টনায়ক।  

  উল্লেখ্য, প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ ৭৪ তম জন্মদিন।  এই উপলক্ষ্যে আজ দলের পক্ষ থেকে ‘সেবা পর্বে’র সূচনা করা হচ্ছে। সারাদেশে  হাসপাতাল স্কুল এবং অন্যান্য জনপরিসরে ‘স্বচ্ছতা অভিযানে’র পাশাপাশি আয়োজন  করা হচ্ছে রক্তদান শিবির।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন