রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আজ মহারাষ্ট্রে লাতুর জেলার উদ্গীরে বিশ্বশান্তি বুদ্ধ বিহারের উদ্বোধন করবেন। রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান, মুখ্যমন্ত্রী একনাথ্ সিন্ডে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটোওয়ালে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার এই অনুষ্ঠানে উপস্হিত থাকবেন। রাষ্ট্রপতি আজ উদয়গিরি কলেজ মাঠে শাসন অপলিয়া দারি ও মুখ্যমন্ত্রী মাঝি লড়কি-বোহীন যোজনার সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া রাষ্ট্রপতি মুর্মূ নান্দেরের তক্ষাৎ সাচকান্দ শ্রী হুজুর সাহিব গুরুদুয়ারাও পরিদর্শনে যাবেন।