মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 2, 2024 9:02 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিপুল সংখ্যক বকেয়া মামলা, বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিপুল সংখ্যক বকেয়া মামলা, বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ। নতুনদিল্লির ভারত মন্ডপমে জেলাস্তরের বিচার ব্যবস্থার দুই দিনের জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই বিষয়ের সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের একসঙ্গে বসে সমাধান্সুত্র খুঁজে বের করা উচিৎ।

তিনি ৩২ বছরেরও বেশি সময় ধরে গুরুতর বিষয়ে চলা বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তি নিয়ে  চিন্তা করার উপর জোর দেন। অনুষ্ঠানে তিনি সুপ্রিম কোর্টের পতাকা ও প্রতিকেরও উন্মোচন করেন। ধর্ষণের মতো জঘন্য অপরাধে আদালতের রায়দান দীর্ঘ সময় পেরিয়ে আসে। ফলে সাধারণ মানুষ মনে করেন বিচার বিভাগের সংবেদনশীলতার অভাব রয়েছে । রাষ্ট্রপতি বলেন,  গ্রামের দরিদ্র মানুষ আদালতে যেতে ভয় পান । নিরুপায় হয়েই তাঁরা  বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন । তাই বাধ্য হয়ে  তারা নীরবে অন্যায় সহ্য করেন, কারণ তাঁদের  ধারণা, ন্যায়বিচারের জন্য লড়াই তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলতে পারে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর উপর তিনি গুরুত্ব দেন।  

 অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন,  সুপ্রিম কোর্ট-এর ৭৫ তম বর্ষ পূর্তি সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয়।  বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নাগরিকদের জন্য একটি ভালো বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে তাদের ন্যায় বিচার পেতে সমস্যা না হয়। তাঁরা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত প্রয়্যাসকে নিশ্চিন্তভাবে জাতি গঠনে ব্যবহার করতে পারেন। সম্মেলনে ভাষণ দেবার সময় , ভারতের প্রধান বিচারপতি, ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, বকেয়া মামলার সংখ্যা  কমানোর জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। এছাড়াও বকেয়া মামলার নিষ্পত্তির জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি তার প্রথম জাতীয় লোক আদালত আয়োজন  করে, যেখানে পাঁচটি কর্মদিবসে প্রায় ১,000 মামলার নিষ্পত্তি করা হয়েছে।  তিনি সমাজের সকলের জন্য , বিশেষ করে নারী এবং অন্যান্য দুর্বল গোষ্ঠীর জন্য একটি নিরাপদ এবং যথাযথ বিচার ব্যবস্থা নিশ্চিত করার অংগীকার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গতকাল এই সম্মেলনের উদ্বোধন করেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন