রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের একটি নতুন পতাকা ও প্রতীকের উদ্বোধন করবেন। আজ তিনি জেলা বিচারকদের জাতীয় সম্মেলনেও বিদায়ী ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলনকে পাঁচটি ভাগে ভাগ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনায় উঠে এসেছে পরিকাঠামো উন্নয়ন, বিচার বিভাগীয় নিরাপত্তা, মামলার দ্রুত নিষ্পত্তি এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই সম্মেলনের উদ্বোধন করে মহিলা ও শিশুদের নিরাপত্তার ওপর বিশেষ জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এসেব ব্যাপারে কড়া আইন আছে বটে, কিন্তু তার প্রয়োগের ক্ষেত্রেও সক্রিয় হওয়া প্রয়োজন।
Site Admin | September 1, 2024 7:57 PM