সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেবেন।
লোকসভায় গতকাল তাঁর জবাবী ভাষণে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে সরকার খুবই গুরুতর হিসেবে দেখছে এবং দোষীরা কোনোভাবেই রেহাই পাবে না ।
তিনি আরও বলেন, যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিট পরীক্ষার প্রশ্নফাঁস কান্ডে দেশের বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়া যাতে পুরোপুরি নিশ্ছিদ্র থাকে, সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এধরনের সমস্যার মোকাবিলায় ইতমধ্যেই কড়া আইন এনেছে সরকার।
শ্রী মোদী জোর দিয়ে বলেন, দেশের মানুষ লোকসভা নির্বাচনে স্থিতিশীলতা ও ধারাবাহিকতার জন্য এনডিএ-র পক্ষে রায় দিয়েছেন। তৃতীয় দফার শাসনকালে সরকার তিনগুণ বেশি শক্তি নিয়ে ও দ্রুততার সঙ্গে কাজ করবে এবং তার ফলও হবে তিনগুণ।
কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী তাদের ভোট দিয়েছে বিরোধী আসনে বসার জন্য, পরপর তিনটি সাধারণ নির্বাচনে ১০০ আসনও পার করতে পারেনি প্রধান বিরোধী দল। কংগ্রেস ও তার ইকোসিস্টেম এখন মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তারা এনডিএ-কে পরাস্ত করেছে। বিদ্রূপের সুরে মোদী বলেন, কংগ্রেসের বেদনা তিনি অনুভব করতে পারেন। মিথ্যা প্রচার সত্ত্বেও লোকসভা ভোটে বিপুল পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে তাদের। মানুষ বিচক্ষণতার সঙ্গে ভোট দিয়েছেন।