রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কেবল মহাকাশ ক্ষেত্রেই নয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আজ নতুন দিল্লীতে আজ প্রথম জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, মহাকাশ গবেষণা মানুষের সক্ষমতা বৃদ্ধি করেছে, কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করেছে এবং মহাবিশ্বের রহস্য উন্মোচন করেছে।
মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদী সরকার মহাকাশ ক্ষেত্রকে আরও স্বাধীন করে তুলতে অতীতের নানা বাধাবিপত্তিকে কাটিয়ে উঠেছে।
ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, এবছর জাতীয় মহাকাশ দিবস দেশের সকল প্রান্তে উদযাপন করা হচ্ছে। বিভিন্ন দপ্তর, মন্ত্রক, শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান সংস্থা, অসামরিক সংস্থা এবং সাধারণ মানুষ বিপুল উৎসাহে এতে যোগ দিয়েছেন।
এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইসরোর রোবোটিক্স চ্যালেঞ্জ এবং ভারতীয় অন্তরীক্ষ হ্যাকাথনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।