প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির ঘটনা কমাতে দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থাকে ত্রুটিহীন এবং আরও দৃঢ় করে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে আজ ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড প্রদানের পর তিনি দেশের বিভিন্ন অংশে ভূমিধস ও বন্যার মতো দুর্যোগে প্রাণহানির কথা উল্লেখ করেন। আগাম সতর্কতা দিতে কলকাতায় জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্র স্থাপন করা হচ্ছে বলে তিনি জানান।
শ্রীমতি মুর্মু বলেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হয়ে ওঠার জন্য ভারতের খনিজ উৎপাদনে স্বনির্ভর হওয়া জরুরি। খনিজ ক্ষেত্রের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে যে সংস্কার ও নতুন নতুন উদ্ভাবন হচ্ছে তা কেবল অর্থনৈতিক উন্নয়নকেই উৎসাহিত করছে না, পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দিচ্ছে। ১২টি বিভাগে ২১ জন ভূবিজ্ঞানীকে ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি।