রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফিজি, নিউজিল্যান্ড এবং তিমোর লেস্তে তিন দেশ সফর শেষ করে নতুন দিল্লি রওনা হয়েছেন। তার সফরের শেষ পর্যায়ে, রাষ্ট্রপতি তিমোর লেস্তে যান, সেখানে তাকে সেদেশের সর্বোচ্চ নাগরিক সম্মান – গ্র্যান্ড কলার অফ দ্য অর্ডার অফ তিমোর-লেস্তে ভূষিত করা হয়। গতকাল তিমোর ল্বস্তের রাজধানী দিল্লিতে সেদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও করেছেন শ্রীমতি মুর্মু। পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুই দেশ তিনটি সমঝোতা স্মারক পত্রও স্বাক্ষর করেছে। তিমোর লেস্তের রাষ্ট্রপতি হোসে রামোস-হোর্তা প্যালাসিও নোব্রে দে লোহানে শ্রীমতি মুর্মু সম্মানে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন। রাষ্ট্রপতি মুর্মু ভারত এবং তিমোর লেস্তের মধ্যে সম্পর্ক উন্নত করার উপর জোর দেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিমোর লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ব প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন , তিমোর লেস্তের এই সম্মান পাওয়া দেশের অত্যন্ত আনন্দের বিষয়। এর ফলে দুটি দেশের মধ্যে পারস্পারিক শ্রদ্ধা এবং সম্পর্ক আরো সুদৃঢ় হবে । শ্রীমতি মুর্মু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য যে অবদান রেখেছেন তারও প্রতিফলন ঘটেছে এই পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।