রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় ফিজি, নিউজিল্যান্ড এবং তিমুর লেস্টে সফরে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি ফিজির নাদি তে যাবেন। রাজধানী শহর সুভা তে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ফিজির সংসদে বক্তব্য রাখার পাশাপাশি তিনি সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন
নিউজিল্যান্ডে রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ওয়েলিংটনে এক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনেও ভাষণ দেবেন। অকল্যান্ডে তিনি ভারতীয় জনগোষ্ঠীর সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন।
সফরের শেষ পর্যায়ে তিনি টিমর লেস্টের রাজধানী শহর দিলি তে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেখানে তিনি ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন।