মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 27, 2024 10:54 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় স্তরের নানা পরীক্ষায় দুর্নীতি ঠেকাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকার আইন প্রণয়ন করেছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় স্তরের নানা পরীক্ষায় দুর্নীতি ঠেকাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সরকার আইন প্রণয়ন করেছে। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি আজ তাঁর অভিভাষণে সাম্প্রতিক নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গে বলেন, এর সঙ্গে যুক্ত প্রত্যেককে শাস্তি দেওয়া হবে এবং যথাযথ তদন্ত চলবে। দলগত রাজনীতিকে দূরে সরিয়ে রেখে পরীক্ষায় দুর্নীতির মোকাবিলা করা অত্যন্ত প্রয়োজন। সরকার পরীক্ষার সঙ্গে যুক্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজকর্ম সংস্কারের দিকটি বিবেচনা করছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাই হোক কিংবা সরকারি চাকরিতে নিয়োগ, সম্পূর্ণ স্বছতা বজায় রাখা একান্ত প্রয়োজন, যাতে তরুণদের কাছে যোগ্য সুযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়।

 রাষ্ট্রপতি বলেন, শাস্তির বদলে ন্যায় বিচার সুনিশ্চিত করতে আগামী মাসের পয়লা তারিখ থেকে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হবে। নতুন আইনে বিচার প্রক্রিয়াও ত্বরান্বিত হবে বলে তাঁর আশা।

সরকার ইতিমধ্যেই CAA-এর অধীনে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের কাজ শুরু করেছে বলে রাষ্ট্রপতি জানান। তিনি বলেন, দেশের মানুষ সর্বদা নির্বাচন প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছেন এবং গণতন্ত্রকে টিকিয়ে রাখতে মানুষের এই বিশ্বাসকে মর্যাদা দেওয়া প্রয়োজন।

 রাষ্ট্রপতি বলেন, নবগঠিত সরকার সংসদের আগামী অধিবেশনে ভবিষ্যতমুখী নানা প্রকল্প, দূরদৃষ্টি সম্পন্ন নীতি প্রণয়ন এবং সংস্কারের লক্ষ্যে প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করবে। গত ১০ বছরে দেশ একাদশতম স্থান থেকে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে।                      

সরকারের লক্ষ্য হলো কোনো এক ব্যক্তিও যাতে কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করা। তিনি বলেন, সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের জনগণ রেকর্ড সংখ্যক ভোট দিয়ে দেশের শত্রুদের যোগ্য জবাব দিয়েছেন।  গত চার দশকে ভোটের সময় বন্ধ এবং হিংসার ফলে মানুষ ভোট দিতে যেতেই পারতেন না। ফলে ভোট পড়ত কম। ভারতের শত্রুরা একে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সুবিধামতো উপস্থাপন করতো। কিন্তু এবার সেখানকার মানুষ জানেন, সরকার তাঁদের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন