রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজস্থান মধ্যপ্রদেশ ও ঝাড়খন্ড সফরে যাচ্ছেন।
জয়পুরে রাষ্ট্রপতি, মালবীয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অষ্টাদশ সমাবর্তনে অংশ নেবেন। তারপর দিন রাষ্ট্রপতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে -ইন্দোর উজ্জয়িনী ছয় লেনের রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এর পাশাপাশি সাফাই মিত্র সম্মেলনে শ্রীমতী মুর্মু ভাষণ দেবেন ।ওই একই দিনে ইন্দোরে দেবী অহল্যা বিশ্ববিদ্যালয়ের চতুর্দশ সমাবর্তনে তিনি যোগ দেবেন ।চলতি মাসের কুড়ি তারিখে রাষ্ট্রপতি মুর্মুর ঝাড়খণ্ডের রাঁচিতে আইসিএআর national institute of secondary agriculture এর বার্ষিকী অনুষ্ঠানে ভাষণ দেবেন দেওয়ার কথা।