মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 25, 2024 12:31 PM

printer

রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ক্রিসমাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ক্রিসমাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি যীশু খ্রিস্টের প্রেম ও সম্প্রীতির বার্তা মানুষের জীবনে ছড়িয়ে দেবার উপর গুরুত্ব দিয়েছেন তিনি বলেন, ভ্রাতৃত্ব ও সকলের কল্যাণে যিশুর শিক্ষা উন্নত তারও বিশ্বের পথকে আলোকিত করে চলেছে। শান্তির এই বাতাবরণ বিশ্বাস এবং ক্ষমাশীলতার মত শক্তি, সারা বিশ্বে আরো শক্তিশালী হবে এবং তা মানুষকে পরস্পরের আরো কাছাকাছি নিয়ে আসবে।

উপরাষ্ট্রপতি জগদীপ ধানখর তার বার্তায় বলেছেন, ক্রিসমাস, আশা -সহমর্মিতা এবং সংহতির সর্বজনীন বার্তা বহন করে। যীশু খ্রীষ্টের শিক্ষা বিশেষত সম্প্রতিক সময়ে তার প্রাসঙ্গিকতা মানুষকে সহমর্মিতার মৌলিক গুরুত্ব, মনে করিয়ে দেয়। তিনি বলেন এই নীতিগুলি মৈত্রী সাম্য এবং ন্যায়ের সাংবিধানিক মূল্যের সঙ্গে সাজুজ্যপূর্ণ। উপরাষ্ট্রপতি সেইসব ভাগ্য হতের কথা মনে রেখে মানুষকে এমন অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলায় নিজেদের পুনরুৎসর্গ করার আহ্বান জানান, যে সমাজে প্রত্যেক নাগরিক বিকশিত এবং সমৃদ্ধশালী হয়ে উঠতে পারবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন